কিছুদিন ধরে, নেয়া সরিয়েছি
কেবলই দিচ্ছি, তাও নয়
কিছুদিন ধরে, ভেবেই দেখেছি
দেয়া আর নেয়া কিছু নয়|


কিছুদিন হলো, এসেছি ভূবনে
নিয়ে অথিতির স্থান
এসেছি, থাকব দিন গুণে গুণে
বেশী থাকলেই, যাবে মান|


যে দিকে তাকাও, দেয়া আর নেয়া
দেয়া-নেয়া, সে তো কিনলেও
দেওয়াতেই শেষ, হয় না তো দান
দামী আর বেশী দিলেও|


দেয়া আর নেয়া, একসাথে থাকে
পরিচয় দাতা গ্রহীতা
কার আসন থাকে একটু উপরে
মনে হয় নাকি দাতা!


প্রতিটি মানুষ, দাতার আসনে
বুঝবে, ভাবলে গভীরে
প্রত্যেকেও তো, কখনো গ্রহীতা
মানুষের ঘন ভীড়ে|


দেয়া-নেয়া ছাড়া, চলে না জীবন
এটা স্বাভাবিক ধারণা
গতানুগতিক, দেয়া-নেয়াগুলো
দেখেও হয় না ভাবনা|


এদিক থাকলে, থাকবে ওদিক
সুখের পিছনে দুঃখ
কালো সহে সহে, আসবেই আলো
যদি না থাকেও লক্ষ|


শুধু উপরে কি, ওঠা যায় নাকি
না রাখলে নীচে পদদ্বয়!
দেওয়া আর নেওয়া, ঠিক তেমনই
জীবনটা একটাতে নয়|


স্বাভাবিক ভাবে, আসে যা আসুক
এর থেকে নেই মুক্তি
এরকম দেয়া, আর নেয়া-গুলো
মানতে পারেনা যুক্তি|


দেয়া হবে, আর কেউ জানবে না
সে দেওয়া, দেওয়াই নয়
ঢাক ঢোলে কাঠি, না পড়েই যদি
দাতাও দিতে না চায়|


উপলব্ধিতে, আজকে যে মন
তাতে সংশয় অন্ধ
দেয়া-নেয়া আর, ভাবায় না মন
না দিয়ে-নিয়ে আনন্দ|