ধারনা হয় এবং সত্যের রূপ।
    ।।সুবীর সেনগুপ্ত।।


ধারনাটা যদি ভুল হয়ে যায়।
ভুলটাকে ঠিক করা যায় না তো
হতেই তো পারে ধারনাটা ভুল
তবে কি ধারনা, নয় সঙ্গত!


ধারনা না করে, ধরণীতে বাঁচা
এ তো সম্ভব, কখনো হবে না
এটা অমূলক, ভাবনার ধারা
হয়েও যাবেই, সবার ধারনা।


ধারনা হয় না, সত্যের রূপ
কোন পথে যাবে, কেউই জানেনা
হতে পারে ভুল, হতে পারে ঠিক
অগ্রিমে ফল, যায় না তো জানা।


ধারনার আছে, কি যে প্রয়োজন!
বুঝতে চেয়েও, সফল হই না
বিজ্ঞের মতো, মতামত দিয়ে
কি যে লাভ হয়, তাও তো বুঝি না।


যেটা জানা আছে, তাতে মতামত
দিলেই তো হয়, কেন তা করিনা!
অজ্ঞাত হলে, বললেই হয়
'দুঃখিত ভাই, আমি তো জানিনা'।


শুধু শুধু কেন, ফেলব বিপাকে!
কিংবা নিজেই, বিপাকে পড়ব
চাই না তো যেতে, ধারণায় আমি
ধারনা করতে, বিরত থাকব।


ধারনাটা যদি, ঠিক হয়ে যায়
তবে তো শুধুই, বাহবার রঙ
ভুল যদি হয়, কটাক্ষ বান
বানিয়ে ফেলবে, বেশ এক সঙ।


অভিজ্ঞতায়, ভরা থাকে যদি
কোনো এক মন, কোনো ব্যাপারেই
তখন ধারনা, ভুলও হয় না
ধারনার দাবী, আসতে থাকেই।


এ-কথা সে-কথা, সব প্রসঙ্গে
ধারনা করার, কেন প্রবণতা!
এ কথা বুঝতে, আমি অক্ষম
চাই না দেখাতে, এই অজ্ঞতা।


ধারনা কি নয়, শুধু অনুমান!
করতে বললে, করাই তো যায়
ভুল হওয়ার ঝুঁকি, আমার হবে না
এমন সুযোগ, খুব কম হয়।