//ধরা দিই কেন!//


শুধু ধরা দিয়ে হওয়া কী যায় আপন!
তবুও কিন্তু দিতে হয় ধরা
ধরা দিলেই যে হতে পারে বন্ধন।


ধরা দিই কেন! কারণ, জেগেছে কামনা
শুরুতেই কেউ ধরা দেয় নাকি!
আগে হতে হবে বিভাব আর বিবেচনা।


ধরা না দিলেই পূর্ণ স্বাধীন জীবন
ধরা দিলে স্বাধীনতাও ক্ষুণ্ণ
বাধা আসে নিজ ইচ্ছাতে আচরণ।


জীবনের এক পাশে আছে স্বাধীনতা
আর এক পাশে সুখ ভরা খুশী
স্বাধীনতা, না কী সুখ ভরা উচ্ছলতা!


ধরা দেবো, সাথে স্বাধীনতা ভোগ করব
একত্রে ভোগ সুখ-স্বাধীনতা
জেদ হেরে যায়, এ কথাই আমি বলব।


ধরা না দেওয়ার ইচ্ছাতে কেউ আছে কি!
নিশ্চয়ই আছে, সংখ্যাটা কম
ধরা না দিয়েও আপন হওয়া যায় কি!


সুবীর সেনগুপ্ত