ধরা দিতে পারো
ধরতেও পারো
কোনটাতে মন
আগে ঠিক করো।
দুটোর একটা
না নিলেও হয়
তা হলেও এই
জীবন গড়ায়।
যদি ঠিক করি
ধরা দিয়ে দেবো
কার কাছে ধরা
দিতে যে পারবো!
সবাই কি আর
ধরবে আমাকে!
হবে এক দুই
এদিকে ওদিকে।
কোথায় সে লোক!
ঘোরে দুই চোখ
চোখ দিয়েই যে
প্রথম পরখ।
চোখে চোখ যায়
কখনো তা হয়
তারপরে কথা
হয় বিনিময়।
ভাবনা বিরাজে
দুই মন মাঝে
মিলবে কি মন!
সাজবে কি সাজে!
যদি সেজে যায়
কেউ ধরা দেয়
আর কেউ ধরে
মন মিলে যায়।
মিলে গেলেও তো
থাকেনা বাঁধন
কিছু দিন পরে
হয় উন্মোচন।
ধরা দিয়েও তো
নেই স্থায়ী সুখ
ধরেও তো সেই
জীবন বিমুখ।
তবুও তো চাই
কাউকে ধরতে
না ধরে জীবনে
জ্বলেনা সলতে।
জীবন একলা
মানে সাঁঝবেলা
ধরে নিলেই তো
আলো করে খেলা।
আজকে যে ধরে
কাল ধরা দেয়
না লেখা নিয়মে
দিন পার হয়।