//ধ্রুব গতিতেই সময় ও বয়স//


বয়স বাড়বে, ঠিক সেই ভাবে
যেমন ফুটছে ফুল
হু হু করে, কারো বয়স বাড়ে না
ভাবনাটাই তো ভুল।


বয়সের সাথে, সময়ের যোগ
এটাই প্রকৃত তথ্য
সময় কি বেড়ে যায় হু হু করে!
বাড়ে না, সেটাই সত্য।


কাজ না করলে, পড়ে থাকে কাজ
থাকেনা পড়ে সময়
যে সময় গেলো, পায়ে পায়ে আগে
তা কি কেউ ফিরে পায়!


সময়ের গতি, নয় নিশ্চল
সেই গতি বিশ্বস্ত
সেই গতিতেই, বাড়বে বয়স
হবেও সূর্য অস্ত।


ধ্রুব গতিতেই, বাড়বে বয়স
তোমার আমার সব্বার
ধনীরা পারে কি, কমাতেই গতি!
প্রয়াস হয় অসার।


বয়সের ভারে, সব কিছু কাবু
ক্ষুদ্র বৃহদ নিষ্প্রাণ
মনে ভয় নেই, শংকাও নেই
বয়স বাড়লে, প্রস্থান।


শিশু রূপে প্রাণ, শুরু অভিযান
পরে কিশোরের মান
তারপর, এসে যাবে কৈশোর
এ তো নয় অনুমান।


যৌবনে যেতে, কার হয় ভয়!
সকলেই যেতে উন্মুখ
শ্রেষ্ঠ সময়, এই অভিযানে
জীবনে চরম সুখ।


মাঝ বয়সের, সীমানা অবধি
থাকুক বয়সে গতি
এরপরে, থেমে যাক না বয়স
হোক না গতির বিরতি!


এ আশা এমন, অসাধ্য সাধন
এমন আশায় ছাই
সময়ের গতি, বয়সের গতি
ঠিক যেন দুই ভাই।


সুবীর সেনগুপ্ত