//দিন সকালের, দিন নিশীথের//


হারিয়ে যায়নি, মুছেও যায়নি
দিনগুলো গেছে অতীতের ঘরে
কেউ যদি চায় হারিয়েই যাক
অতীত ভুলে সে হারাতেই পারে।


কী করে যে দিন ভুলে যাওয়া যায়!
এ তো নয় কোনো নাম ভুলে যাওয়া
দিন এর না আছে নাম কিবা রঙ
নিরাকারে দিন করে আসা যাওয়া।


দিন এর অপেক্ষাতে কেউ নেই
সকলেই জানে দিন আসবেই
দিন না এলে যে বীণ বাজবে না
না এলেই ভালো, বয়স নবীণ।


আসে একা একা, যায় একা একা
অদৃশ্য নিয়ম প্রতি মনে লেখা
কত দিন এসেছে আজ অবধি!
এই সংখ্যার মেলেনি তো দেখা।


হবেনা হ্রস্ব, হবেনা দীর্ঘ দিন
এক এর পিছনে দাঁড়িয়ে আর এক দিন
দিন দিন দিন, প্রতিটি নতুন
তোমার আমার আদরের দিন।


ঘটনা প্রবাহে ভরে থাকা দিন
নয় কোনো দিন ঘটনাবিহীন
দিন ফুটে ওঠে ঘটনা থেকেই
দিন নয় নবীণ কিংবা প্রবীণ।


দিন প্রকৃতির, নাকি মানুষের!
দিন তো আসলে এই জগতের
দিনেই বিষাদ আর আনন্দ
দিন সকালের, দিন নিশীথের।


সুবীর সেনগুপ্ত