যদি দিতে চাও, তবে দাও উৎসাহ
তবেই বাড়বে তার কাজে আগ্রহ।


আজকে যা চায়, সে তো শুধু আজ নয়
প্রত্যহ চেয়ে যাবে, বাঁচার যে দায়।


অনাথ হলেও, তাকে বাঁচতে তো হবে
আজকে খাদ্য পেলে, আজ বাঁচা হবে।


জীবন হবে না শেষ, আজকেই তার
সকলের মত বাঁচা তারও অধিকার।


প্রানটাই পেয়েছে সে, আর কিছু নয়
কি ভাবে সে বেঁচে আছে, তাই বিষ্ময়।


শৈশব কেটে গেছে ভিখ চেয়ে চেয়ে
কৈশোর হারিয়েছে লাঠি ঝাঁটা খেয়ে।


আজ সে যুবক, তাই অনুভব ঘাড়ে
বাঁচার উপায় চায়, খোঁজে বারেবারে।


কাজ তো দেয় না কেউ, সেটাই সে চায়
সবাই দয়াই করে, ভিক্ষাও দেয়।


আজকে তোমার দ্বারে সে উপস্থিত
দাওনা ছোট্ট কাজ, গড়বেই ভিত।


বাঁচুক এক জীবন, করুক বিরাজ
প্রেরণাতে উৎসাজ, শিখবে সে কাজ।


এতেই মহান হবে তুমি এ জগতে
দিওনা ভিক্ষা আজ তার ফুটো পাতে।