দিতে তো হবেই কিছু সহায়তা


হয়ত দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে
কিন্তু দিয়েছি পাওনা মিটিয়ে
কেন বিরক্ত করছ যে তুমি!
কী উদ্দেশ্য মন ভরে নিয়ে!


আমি কৃতজ্ঞ, তাই জানিয়েছি
প্রতিনিয়তই এ কথা বলছি
সহযোগীতার তুলনা হয়না
অননুমোদন আমি কী করছি!


সুযোগের সদব্যবহার নাকি!
তুমি সেরকম মানুষ তো নও
সহায়তা যদি লাগে, তবে বলো
ঘুরিয়ে না বলে সোজা বলে দাও|


নিতে যে হবেই কিছু সহায়তা
এ কী আর বলে দিতে হয় নাকি!
সহায়তা শুধু টাকা দিয়ে নয়
অনেক রকমে লাল নীল খাকি|  


নিলে দিতে হবে, এ তো সাধারণ
জানাতেও হবে কৃতজ্ঞতা
কোনো বিকল্প খুঁজলেই ভুল
সেই ভুলে গেলে, অমানবিকতা|


সহায়তা প্রয়োজন সকলের
তাই তো আমরা গড়েছি সমাজ
থাকতে চাই না গিরি গুহা খানে
নিঃসঙ্গ থাকলে হারাই মেজাজ|


সুবীর সেনগুপ্ত