//দোষ ভরা কাজ নয়//


ওর দেখাদেখি করে
কিছু টাকা এলো ঘরে
এই তো চলার এক বেশ পথ
যদিও বদলে গেল নিজ মত।


অনুকরণের ধারা
করতে থাকলে তাড়া
বুদ্ধি হাঁটবে নাকি বিকাশের পথে!
বিকাশ কী যায় ডুবে বেশী টাকাতে!


কাজ তো করছি আমি
না-হয় না-হোক দামী
এই প্রকরণে পেয়ে যাচ্ছিও টাকা
কী যে দামী কী যে নামি, সুদূরে বলাকা।


এক নিয়মের দাস
হলে যদি উচ্ছ্বাস
তবে কেন অযথাই মাথাব্যথা!
হারাতে চাই না আমি লাভের খাতা।


করছি না কোনো ভুল
পাচ্ছি এই কাজে কূল
সমালোচনার ঝড় কেন জানি না
এই ঝড় থেকে কিছু যায় আসে না।


জীবনের সীমারেখা
যদিও যায় না দেখা
করা কী যায় না বলো অনুমান!
ছোট এই জীবনের কী হবে প্রধান!


নিজ চোখে নিজে দেখি
নিজ মন দিয়ে বুঝি
তারপরে নিজে করে শুনছি নকল
আমি জানি করেছি যা, তাতে নেই ছল।


সুবীর সেনগুপ্ত