//দৃষ্টিতে শুধু থাক পথ//


চলতে চলতে
পথটাই যদি শেষ হয়
থামতে হবেই
পথের প্রান্তে এসে...
চলতে থাকার
ইচ্ছেটা যদি থাকে
চলতে থাকবে
মেঠো পথ ধরে হেসে।


পাকা পথ ধরে
সবাই চলতে চায়
পাকা পথ ছিল
কোনো একদিন কাচা...
তখন চলেছে
সেই পথ ধরে হেসে
আজ মনে নেই
সেই সাধারণ বাঁচা।


পাকা পথটাই
ভেঙে যায় যদি কভু
মানতে হবেই
ভাঙা পথটাতে চলতে...
স্মরণে আসবে
সেই কাচা পথ তখন
সেই স্মৃতিটাই
চাইবে আঁকড়ে ধরতে।


পাকা আর কাচা
দুটোই তো হয় পথ
করা প্রয়োজন
চলাটাকে শুধু রম্য...
সেটাই নয়কি
কামনা বাসনা সব
চললেই হবে
জীবনের প্রতি কর্ম।


যদি নাই থাকে
কাচা পথ পাকা পথ
গড়ে নিতে হবে
চলে চলে এক পথ...
প্রাণ ও জীবন
উভয়েই চায় পথ
কাচা পাকা নয়
দৃষ্টিতে থাক শুধু পথ।


সুবীর সেনগুপ্ত