//দুঃখেরও চাই মনোমত স্থান//


এক দুঃখকে না সামলাতেই
আর এক দুঃখ তাড়া করে এলো
কোথায় পালাব, সেও গেল জুড়ে
সময় দুঃখে চলতে থাকলো।


কাকেই বা আর দোষ দেওয়া যায়!
দুঃখেরও চাই একটা শরীর
তাই ছুটে আসে শরীরের দিকে
দুঃখ খুঁজছে থাকবার নীড়।


দুঃখের মতো আছে আনন্দ
আছে রাগ, আছে ক্রোধ বিরক্তি
সবাই চাইছে মনোমত স্থান
যেখানে কাটবে স্বাধীন দিনটি।


যাযাবর হতে চায় নাকি কেউ!
স্থায়ী এক বাস মনের আশায়
বুঝতে পারে না শরীরের রূপ
যেখানে সেখানে ঢুকতেও চায়।


শরীরের মাঝে আছে এক মন
মন বাধা দেয় প্রবেশ করতে
কখনো সাদরে ডেকে নেয় কাছে
এই তো নিয়ম চলছে ধরাতে।


মন দুর্বল কিংবা সবল
সুখ আর দুখ জানবে কি করে!
তাই ঘোরাফেরা করতেই থাকে
সুযোগের স্বদব্যবহারও করে।


আনন্দ রাগ ক্রোধ বিরক্তি
লোভ আর ক্ষোভ, হিংসা ঈর্ষা
আমরা জানিনা, কার আগমনে
শরীর ও মন দুই হবে ঠাসা।


সামলানো যায় অনেক দুঃখ
উপভোগ করা যায় আনন্দ
মন ও শরীর করে নিলে এক
জীবন রাখতে পারবে ছন্দ।


সুবীর সেনগুপ্ত