//দুই পারে সেই একই ভাবনা//


হয় বসে আছে আরাম চেয়ারে
কিংবা হেলান দিয়েছে দেয়ালে
তাঁর এই ছবি দেখছি হামেশা
বলছি না আমি আমার খেয়ালে।


বলতেই পারে সে আমাকে দেখে
সর্বদা কেন তাকিয়ে এদিকে!
তাঁর ভুল হলে, আমিও তো ভুল
প্রায় সকলেই করি ভুলটাকে।


দিনই ভাবনা, ভাবনাই দিন
ভাবনাবিহীন দিন অতি দীন
হয় কল্পনা, নয় কিছু দেখে
গড়ছে ভাবনা সরল কঠিন।


কতদিন পরে দেখছি তোমায়
হাওয়া হয়ে গিয়ে ছিল যে কোথায়
এই একই কথা তাঁরও অধিকারে
এরকম কথা কেন মন চায়!


মনোবিজ্ঞান চর্চা করিনি
মনোরোগ বিশেষজ্ঞ হইনি
খুব সাধারণ জ্ঞান দিয়ে বুঝি
মানুষের মনে মিল হারায়নি।


এ-পাশে ভাবনা, ও-পাশে ভাবনা
এ-পারে ও-পারে দু-পারে ভাবনা
ভাবনাকে যদি রূপ দেওয়া যেত
কত রূপ, সে তো ধরাই যেত না।


সুবীর সেনগুপ্ত