দূর নয়, দূরবর্ত্তীও নয়
নিকটেই এই মন ছেয়ে রয়
দূর আলো নাকি কালো, তা অজানা
নিকট জেনেছি, ভয় আর হয় না।


আমার নাগালে, যা নেই তা দূর
তোমার নাগালে, করে ঘুর ঘুর
দুজনের পাওয়া, দূর ও নিকট
হয় বিনিময়, কখনো এ মত।


তুমি কি জানোনা, দূর অনন্ত!
দূর ছুঁয়ে ছুঁয়ে, হবেই ক্লান্ত
যত দূরে যাবে, ততই সামনে
নিকটের নেই, এরকম মানে।


দূর মানেই কি, শুধু অনুমান!
কাছে গেলেই কি, পাব সন্মান!
হয়ত বা পাব, হয়ত পাব না
এই শঙ্কাকে, নিতেও চাই না।


আজকের এই, নিকট আমার
এতে নেই কোনো, রহস্য ঝাড়
চারিদিকে দেখি, পরিচিত মুখ
তারাই তো দেয়, পরিমিত সুখ।


এই নিকট ছিল, দূরে একদিন
সে দূর মেপেছি, ইচ্ছাবিহীন
পরিস্থিতিকে, মানতে হয়েছে
মনও দূরকে, নিকট করেছে।


দূর দূরে থাক, আজকের দিনে
কেন ছুটে যাব, কি আকর্ষণে!
অনুভব বলে দেয় যে আমায়
নিকটে গেলেই, তফাত হারায়।


সুখ আর দুখ, যত জীবনের
নিকটে ও দূরে, একই রঙের
আর বোকা হতে, চাই না জীবনে
আজকে যেখানে, সুখও সেখানে।