//দূর থেকে প্রেম, মনের আয়না//


দূর থেকে প্রেমে, কতই পড়েছি
সেই প্রেম চলে গেছে আরও দূরে
ভুলতে বসেছি, সেদিন কি ছিল সুরে।


দূর থেকে প্রেম, শরীরের নয়
মনের উত্তেজনাই বাড়ায়
শুরু হয় মনে, মনেই হারিয়ে যায়।


দূর থেকে প্রেম, সহজ সরল
বানাতেও পারি, কঠিন গরল
তা তো হয়, যদি জেদ থাকে অবিচল।


দূর থেকে প্রেম, নিঃঝুম নীরব
মনের মধ্যে, আলোড়ন রব
বিশেষ, আর স্বাতন্ত্রসূচক অনুভব।


দূর থেকে প্রেম, হয়না প্রচার
এই প্রেমে নেই, কোনো অভিসার
কি করে যে হবে, এই প্রেমে অবিচার!


দূর থেকে প্রেম, হয় না অন্ধ
বলাও যায় না, ভালো বা মন্দ
স্বীয় প্রেম গড়ে, নিজের মনেই ছন্দ।


দূর থেকে প্রেম, প্রহেলিকা সম
যুগলে হয় না, তাও মনোরম
এই প্রেমে নেই, কিছুই ন্যুনতম।


দূর থেকে প্রেম, মনের আয়না
সব ঋতুতেই, এ প্রেম গয়না
যত খুশী এই প্রেম করে, মান যায় না।


দূর থেকে প্রেম, শাশ্বত হয়ে
প্রেমিকার মন, থাকবে জড়িয়ে
প্রেমিকের মন, তাও তো দেবে না সরিয়ে।


সুবীর সেনগুপ্ত