বিশাল হলেও আছে, সব সাগরের এক
নিশ্চিত বেঁধে দেওয়া সীমানা
এক তীরে বসে আমি, আরো কত তীর আছে!
সংখ্যাটা বলতে তো পারব না|


সীমানায় বাঁধা হয়ে, সমুদ্র শুয়ে আছে
পৃথিবী পৃষ্টে এক অংশে
সমুদ্রে কি কি আছে, পেরেছি কি জানতে!
যা জেনেছি তাও ভগ্নাংশে|


সমুদ্র বিশাল তবু, এতটা বিশাল নয়
যতটা বিশাল ওই মহাকাশ
যে বাড়ীতে থাকি তার, সব কিছু না জেনেই
দূর কে জানার কেন এত আশ!


অজানাতে পাড়িনা দিয়ে, জেনেছি অনেক কিছু
সে অনেক সুচাগ্র বিন্দুর মতো
যে অজানা কাছে আছি, সেটাকে না জেনে কেন
অনন্ত মহাকাশে মনরত!


শুধু সমুদ্র নয়, আছে এক মহাদেশ
প্রায় অজানার মতো পৃথিবীতে
এন্টার্টিকা নাম, দক্ষিণ মেরু জুড়ে
বরফের নীচে আছে নিরাপদে|


সমুদ্র মহাকাশ, বলে যদি থেমে যাই
তাহলে বিচার হবে ঠিক ভুল
পৃথিবীর পরিধিতে, কত যে অজানা আছে!
তা নিয়ে ভেবেই, পাই না তো কূল|