//দুর্নীতি নয় সহজাত প্রবৃত্তি//


সহজাত প্রবৃত্তি থাকবেই সাথে
তাই কী হয়ে যায় সাথী দুর্নীতি!
ছাড়ে না সঙ্গ এই সাথী আমরণ
তার সুবাদেই জ্বলে পথে পথে বাতি।


কে বলেছে দুর্নীতি সহজাত প্রবৃত্তি!
ছুঁড়ে দিলে এক তীর আমার দিকে
সহজাত প্রবৃত্তি! সে তো নিশ্চয়ই
শুরুতে নিহিত থাকে, পরে সম্মুখে।


প্রবৃত্তি কী একটাই একটি জীবনে!
বহু বহু প্রবৃত্তি নিয়েই জীবন
দুর্নীতি প্রবৃত্তি জড়িয়েই ধরে
মনে হয় যেন এলো নব জাগরণ।


জন্মের সাথে সাথে গড়ে কি প্রবৃত্তি!
সেরকম হলে পরে মানুষ অসহায়
যা জোটে কপালে, তাই নিয়ে পথ চলা
সুনীতি অথবা দুর্নীতি সাথী হয়।


যদি মানি দুর্নীতি সহজাত প্রবৃত্তি
সরানো যায় না দূরে এই প্রবৃত্তি!
সরানো যাবেই যাবে, থাকলেই ইচ্ছা
আর অনিচ্ছাতে দুর্নীতি বারেবারে।


দুর্নীতি হোক সাথী, যদি মনে করি
হয়ে যাবে দুর্নীতি যেন তেন ভাবে
করার ইচ্ছা যেন সহজ প্রবৃত্তি
বানিয়ে কি নিচ্ছি না নীতির অভাবে!


দুর্নীতি আসবে না উত্তরাধিকারে
দেওয়াও যাবে না কাউকেই উপহার
পরিণত জীবনের স্বাধীন যে ভাবনা
সেখানেই দুর্নীতি স্থান ধরে বারবার।


সহজাত প্রবৃত্তি দূরে রাখে দুর্নীতি
মানুষ নিজেই চায় দুর্নীতি পাশে
সহজাত প্রবৃত্তি কেন হবে দোষী!
মানুষ নিজেই দোষী তার বিশ্বাসে।


সুবীর সেনগুপ্ত