//দূরত্ব যত কম, অনুভব মনোরম//


দূরত্ব ছোট করে, বাড়ালে গুরুত্ব
মন হলো উল্লাসে মত্ত
কাছাকাছি চলে এসে, ঘাড়ে ফেলে নিঃশ্বাস
ভালবাসা হলো উন্মত্ত।


বাড়ন্ত খুশী পাশে, হৃদয় যাচ্ছে ভেসে
উড়ন্ত মন পাখী তপ্ত
পড়ন্ত আলোতে, বিকেলের মৃদু রোদে
অক্লান্ত দুটি মন তৃপ্ত।


দূরত্ব যত কম, অনুভব মনোরম
স্বস্তিতে প্রেমিক প্রেমিকা
দূরত্ব হয়ে যাক আরো আরো কম
করছি তো তারই অপেক্ষা।


সব মন আঁকা বাঁকা কলম-কালিতে
বাঁক নেবে পরিস্থিতিতে
আর এক পরিস্থিতি, বদলেও যায় স্থান
কম-বেশী হয়ে যায় দূরত্বে।


ভালবাসি দূরত্ব, তাই যাই ছুটে দূরে
তাতে কই প্রেমের আদর!
প্রেমের আদর আসে নিকট থেকেই
দূরত্বে হয় না যে নির্ভর।


বন্ধনে বেঁধে যাব, তাই চাই ভালবাসা
হতে চাই স্পর্শের অনুচর
করেছ দূরত্ব ছোট, এই মন অভিভূত
দুটি প্রাণ উচ্ছ্বাসে উর্ব্বর।


সুবীর সেনগুপ্ত