দ্বায়িত্ব জ্ঞানটাকি, সুযোগের সমীরণ!
পালন তখনই হয়, যদি থাকে অনুদান।


দ্বায়িত্ব নেওয়া কেন, করতে না পারলে!
তার থেকে ভালো ছিল, 'পারব না' দিতে বলে।


দ্বায়িত্ব নিতে হয়, এ জীবনে সবাইকে
নিজ নিজ দ্বায়িত্ব, চালায় জীবনটাকে।


আরো কিছু দ্বায়িত্ব, যেগুলো নিজের নয়
পরিস্থিতির মাঝে, সেগুলোকে নিতে হয়।


তখনই তো পরীক্ষা, আর মন বোঝা যায়
দ্বায়িত্ব কথার মানে, হাড়ে হাড়ে মিশে যায়।


দ্বায়িত্ব থাকবেই, ছোট হোক বড় হোক
পালন করতে হবে, বেশী হোক কম হোক।


তুলনাতে দ্বায়িত্ব, আনার মানেই নেই
সাধন না থাকলে, নেওয়ার মানেও নেই।


একবার নিলে পরে, উচিৎ নয় কি করা!
কাজ ভেবে করলেই, দ্বায়িত্ব হবে সারা।


দ্বায়িত্ব দুরকম, এক হলো যার যার
অন্যটা পেশাতে নিয়ে হয় কারবার।


দ্বায়িত্ব আসবেই, এখান ওখান থেকে
থাকতে চাইলে দূরে, বাছতে হবেই 'না' কে।


সংসারে নানা কাজ, দ্বায়িত্ব সবার ভাগে
সকলে করলে কাজ, কেউ পড়বে না রাগে।


দ্বায়িত্বহীন হলে, কোনোখানে স্থান নেই
কাউকে পাবেনা পাশে, নিজে নিজে চলবেই।


নিজে চলা সেটাও তো, দ্বায়িত্ব দিয়ে ভরা
এ জীবন অভিনব, দ্বায়িত্ব দিয়ে গড়া।