//দ্বিধা মানে ডামাডোল//


দ্বিধান্বিত থেকে থেকে
ভ্রান্তিকে আনি ডেকে
সামনে গড়ে না কোনো এক স্থির লক্ষ্য...
বারবার করে কাজ হই না তো দক্ষ।


দ্বিধা হলো অসুবিধা
এ তো নয় কোনো ধাঁধা
ধাঁধা সব আমাদের উপলব্ধিতে...
ধাঁধার যা সমাধান হবে খুঁজে নিতে।


ধাঁধা মজাদার খেলা
করা যায় অবহেলা
অনেকেই খেলা খেলে যায় সমাধানে...
তৃপ্তির অনুভূতি সমাধান টানে।


দ্বিধা মানে ডামাডোল
ভাবনায় শোরগোল
শোরগোলে কোন কাজ হয় ঠিক ভাবে!
হয়না, তা কে না জানে আমাদের ভবে।


বিহ্বলতায় থেকে
নিজে দিই আলো ঢেকে
কেউ কি চাইবে নাকি নিজেরই ক্ষতি!
চাইলে তো বলবই, এ তো ভুল নীতি।


খটকা ও সংশয়
কেন মনে ঢুকে যায়
ঢুকে গেলে তাড়ানো তো খুব প্রয়োজন...
করতে না পারলে ক্ষতির সমন।


সশঙ্ক মন হলে
সংশয় এলো বলে
তবে কী দ্বিধার সাথে জুড়ে আছে ত্রাস!
হোক বা না হোক তাই, দুটোতেই নাশ।


জীবন স্বস্তি চায়
এই কথা ভুল নয়
আশা করে দিন যাক অমলিন হয়ে...
এ তো সম্ভব নয় মনে দ্বিধা নিয়ে।


সুবীর সেনগুপ্ত