//এই কি আদর্শের লক্ষণ//


ভালো নয় অভিনয়ে
কথা বলে সবিনয়ে
কাজ করে মন দিয়ে
এই কি আদর্শের লক্ষণ...
ভূবনে থাকে না দায়ে
এগোয় সে পায়ে পায়ে
নালিশ দূরের নায়ে
বোধহয় একেই বলে সাধারণ।


গান গায় ভুল সুরে
এখানে ওখানে ঘুরে
মুখে হাসি ফুরফুরে
সমস্যাবিহীন তার জীবন কি...
তার সাথে কথা হলে
বলে সে হাসির ছলে
আনন্দ আমার দলে
জীবন তো শুধু খুশী, নয় কি!


'মন ভালো, সব ভালো'
মনটাই জ্বলে আলো
তার এই কথাগুলো
সে তো আছে আগেরই মতো...
নিষ্পাপ হাসি মুখ
করেনা সে ভুলচুক
প্রয়োজনে হয় মূক
বানায় না বাহানায় ছুতো।


সমাজে সে পরিচিত
সে তো নয় কাঙ্খিত
কোথাও উপেক্ষিত
তাতে তার কিছু যায় আসে না...
কথা তার পরিমিত
ব্যবহার সংযত
হবে না সে অপহৃত
কাউকে সে অরি বলে মানে না।


সুবীর সেনগুপ্ত