এই শরীরের নেতা কি মন!!!


কান শুনেছে, চোখ দেখেছে
মুখ বলেছে কথা
যা যা হলো, সব নিয়ে মন
ভাঙছে নীরবতা।


শুধুই শুনে, যায় না গড়া
অভিমতের রূপ
শুধুই দেখা, শুধুই বলা
বর্ষাকালের ধূপ।


চোখ মুখ কান, কর্মে ব্যস্ত
তাদের ইচ্ছামতন
সে সব কর্ম, জড়ো করেই
গড়ে মনের সাধন।


দেখা শোনা বলা ছাড়াও
আছে স্পর্শের যোগ
স্বাদ বিস্বাদ, তাও তো আছে
এ সব দিয়েই ভোগ।


পাঁচ ইন্দ্রিয়, নিয়েই শরীর
সেথায় কোথায় মন!
কিন্তু মন যে, নেতার স্থানেই
মনই আনে আলোড়ন।


এই শরীরে, অনেক অঙ্গ
সব ইন্দ্রিয় নয়
বাহির অঙ্গ, সচল হতেই
মনের সঙ্গ চায়।


মনের অনুধাবন করব
নেই তো আমার সাধ্যে
ক্ষুদ্র মনের, ক্ষুদ্র বিচার
প্রকাশ লেখার মধ্যে।


সুবীর সেনগুপ্ত