//এক ডাকে সাড়া//


শুধু এক ডাকে দিয়েছিলে সাড়া
দেখেছিলাম কি স্বপ্ন!
না না, সে তো কোনো স্বপ্ন ছিল না
ভাবনাই ছিল রত্ন।


চোখে চোখ রেখে এসেছিলে পাশে
কল্পনা রেখে দূরে
দুটি স্বতন্ত্র মন মিশেছিল
গেয়ে উঠেছিল সুরে।


সেই সুরে বাঁধা পড়ে গিয়েছিল
দুই হৃদয়ের স্পন্দন
অনুভবে ছিল একই ভাবনা
চলেছিল খুশী আলাপন।


উপসংহারে প্রায় পৌঁছেছি
আজ অবারিত মন
আজও ধারণায় সেই অনুভূতি
জাগ্রত তন মন।


সুবীর সেনগুপ্ত