//এক এবং জোড়া দুটোই জরুরী//


পরস্পরের জোড়া দুই হাত
জোড়া ইলিশের অনুভবে স্বাদ
জুড়ে যেতে হবে, আইবুড়ো ভাত
জোড়া অভিধান কার হয় প্রয়োজন!
জোড়া পা'য়ে হাঁটা না হলেই নয়
জোড়া আঁখিতেই দেখা পুরো হয়
জোড়া শঙ্কায় আসে না তো জয়
জুড়ে জুড়ে জোড়া ভালবাসাই তো ধন।


জোড়া দিন নেই, কখনো হবে না
জোড়া রাত চেয়ে পাওয়াও যাবে না
জোড়া চন্দ্রের আশা হবে কানা
অনেক কিছুতে জোড়া থেকে থাকি দূরে...
ঘানির বলদ হয় না তো জোড়া
জোড়া বলদেই চাষ হয় সারা
এক কলমেই লেখা পায় ধারা
জোড়ার মতনই একও গুরুত্ব স্তরে।


জোড়া ধারণার থাকে না তো মান
জোড়া মিথ্যাতে সত্য প্রমাণ
জোড়া জোড়া হাসি সুখের সমান
এক এর সঙ্গে এক জুড়লেই সঙ্গী...
এক জোড়া দুল দুই কানে ঝোলে
জোড়া নথ নয়, একপাশে জ্বলে
এক টিপ নিয়ে সৌন্দর্য্য কপালে
আসরে তবলা জোড়া, তবে এক সারঙ্গী।


জোড়া থাকবে, থাকবেও এক
কখনো কখনো থাকবে অনেক
হবে না কখনো অনেক বিবেক
ভাবনা কিন্তু নয় অনেক-এক-জোড়া...
জীবনের সুখ আছে জোড়াতেই
দম্পতি হতে চায় সকলেই
একেলাতে সুখ কিছুই কী নেই!
এক এবং জোড়া নিয়ে এই ভূবন ভরা।


সুবীর সেনগুপ্ত