//এক সিদ্ধান্তে আসতে হবেই//


মানার মতন হলে তা মানব
সেরকম কিছু মনে হচ্ছে না
এই মূহুর্ত্তে এটা নির্ণয়
পরে কি করব, সেটা ভাবছি না।


তুমি যে মেনেছ, সেটা আমি জানি
তাতে আপত্তি নেই তো আমার
এই বিচারের তুমি যে মালিক
আমার বলার নেই অধিকার।


তুমি যা মানবে, মানতেও পারি
নাও হতে পারি আমি সম্মত
এটা স্বাভাবিক, সেটা মানবে তো!
মানলে কি হবে সব যথাযথ!


মানা না-মানার কী নিয়মগুলো!
এমন নিয়ম সব স্বতন্ত্র
তাই মিলছে না ভাবনা বিচার
হাজার হাজার নিয়মতন্ত্র।


কখনো মানছি, ক্ষতিও হচ্ছে
আবার কখনো হই লাভবান
মানার যা ফল, নিতেই তো হবে
থাক উভয়ের বিচারের মান।


সম্মতি আর অসম্মতি
প্রতি মূহুর্ত্তে প্রয়োজন হয়
নির্ণয় নিতে হয় তখনই
ভুল আর ঠিক মিলেমিশে যায়


মানা না-মানার বহু উদাহরণ
বলতে বলতে হবেনাও শেষ
এক সিদ্ধান্তে আসতে হবেই
সেই সিদ্ধান্ত হোক-না বিশেষ।


সুবীর সেনগুপ্ত