//একাকী জীবন চলতে পারে না//


এ কেমন ছবি দেখতে পাচ্ছি!
আজ দলাদলি কাল কোলাকুলি
পরশু কী হবে কে বলতে পারে!
দুই দিক থেকে আসবে কি গালি!


একাকী জীবন চলতে পারে কি!
কী ভাবে চলবে! চলতে পারে না
একজন চাই যে হবেই সাথী
তারই সাথে হবে চড়ুইভাতি।


সাথী একজন হয়ে গেলেও তো
মনের মাঝারে রয় সংশয়
এই শংকার কারণ যে কী!
স্বার্থ, শুধু স্বার্থের দায়।


লাভ হয়ে গেছে, আজ কোলাকুলি
তাঁকে মনে করি বাহনের চাকা
কাল ক্ষতি হলো সেই তাঁরই থেকে
নেই কোলাকুলি, বাঁকা চোখে দেখা।


হয় সাক্ষাত, হয় পরিচয়
জোর করে নয়, এ তো হয়ে যায়
পরিকল্পনা মতো নয়, তাও
পরিচয় শেষে মন ছুঁয়ে যায়।


অপরিচিতের সাথে দেখা হওয়া
খুব স্বাভাবিক ভাবে হয়ে যায়
তাঁদের থেকেই কেউ উঠে আসে
যাঁর ভাবনাতে মন মিলে যায়।


আজ কোলাকুলি কাল কোলাকুলি
দিয়েছি বিসর্জন দলাদলি
যে ছবি গড়েছি, আজও তাই গড়ি
পুরনো হয়না জমলেও ধূলি।


সুবীর সেনগুপ্ত