একটা চুক্তি ঘুরছে মাথায়
সেটাই করতে চাই
করতেও চাই তোমারই সঙ্গে
এতেও ভুল না পাই|


তুমি আর আমি দুজনেই জানি
বাঁচতে চাই আনন্দ
দেয়া নেয়া থেকে আসে আনন্দ
আসে যায়, কাটে ছন্দ|


প্রতিক্ষণ এসে যাক আনন্দ
এই আশাতেই মগ্ন
করতে কি চাও এমন আশাকে
আমার মতন যত্ন!


কেন এ প্রশ্ন করছি তোমাকে!
কারণ, তুমি যে সাথী
চির আনন্দে থাকলে দুজনে
জীবন চড়ুইভাতি|


জিতলেই আসে কিছু আনন্দ
কিনলেও কিচ্ছু পাই
সুখবরে আসে কত আনন্দ!!!
তুলনায় সব ছাই|


চুক্তি করব শুধু কথা বলে
থাকবে না কিছু লেখা
এই চুক্তিকে মানলে পরেই
আনন্দ নয় ধোঁকা|


অধীর হয়োনা, বলছি চুক্তি
যদিও তোমার জানা
অনেক জানার মধ্যে হয়ত
অনুমান হবে কানা|


যে চুক্তি আজ করতে চাইছি
আমি জানি সাধারণ
এই চুক্তিকে মানাবো বলেই
পাশাপাশি দুই তন|


এখন বোধহয় বুঝতে পারছ
কি সেই আমার চুক্তি!
এই চুক্তিকে মেনেছে মানুষ
সরিয়ে রেখেই যুক্তি|


আগ্রহ নিয়ে চেয়ে আছো তুমি
কখন খুলবে দ্বার
তার মানে তুমি ভরতেই চাও
চির আনন্দে সংসার|


এই চুক্তিতে কিছুই তো নেই
শুধুই একটা শব্দ
সম পরিমানে রাখো ভালবাসা
কখনো হবে না জব্দ|


দুই পক্ষের ভালবাসা যদি
সময়ে না কমে যায়
চির আনন্দে সহজে হাসবে
পড়বেও না দ্বিধায়|


দেয়া নেয়া থেকে যাবে চিরদিন
দিও না বেশী গুরুত্ব
ভালবাসা যেন ছেয়ে থাকে মন
এটাই আসল তত্ত্ব|