চার বা পাঁচে যাবই কেন!
এক বা দুই এ ভীষণ খুশী
দুই না পেলেও, আক্ষেপ নেই
একটাই তো, লাগেই বেশী|


অনেক হলে, সামলানো দায়
পায় না যে সব, সমান যত্ন
তাই তো বলি, অনেক ছেড়ে
একটাই হোক, আসল রত্ন|


অনেক নিয়ে, করবটা কি!
কাজ তো হবে, একটা দিয়ে
একটা যদি, অকেজো হয়
খুশী হব, আর এক পেয়ে|


একটা সূর্য, একটা চন্দ্র
এক পৃথিবী,, যেখানে প্রাণ
তবুও প্রাণ, চায় যে বেশী
এক হলে যে, থাকে না মান|


এটাও জানি,, অনেক ক্ষেত্রে
একটা দিয়ে, কাজ চলে না
রাখতে হবে, একের বেশী
নইলে চলা, তাল পাবে না|


একটা হলে, থাকেই মনে
থাকেও সাথে, হয় না ত্রুটী
বেশী হলেই, হারিয়ে যায়
খুঁজেই সময়, হয় তো মাটি|


সমাজে মান, হয় না এক-এ
কদরে তাই, বেশীরই স্থান
যোগ-এর জন্য, মানুষ পাগল
সহ্য হয় না, একেরই টান|


একের টানে, মজলে পরে
দুই এর টানে, যাবে না কেউ
এক-এই আসবে, সব আনন্দ
এক-ই তুলবে, আনন্দ ঢেউ|


একটাই বেশী