//এসে গেলে থাকুক পাশে//


এসে গেলো ছুটে ছুটে
চলে গেলো হেঁটে হেঁটে
বললো না কিছু মোটে
বুদ্ধি কী নেই ঘটে!


হেঁটে সে আসতো যদি
চলে যেত নিয়ে গতি
তবে কী নাচতো হৃদি
না বলতো কিছু যদি।


আসলো এবং গেলো
না-ক্ষতি না-লাভ হলো
চোখে চোখ পড়েছিল
বুঝিনি কী চেয়েছিল।


বলতে চায়নি তো সে
তাহলে থামতো এসে
সে এখন নেই পাশে
কেন ভাবি বসে বসে!


এ কী পাগলামী নাকি!
আসা যাওয়া সব ফাঁকি
সময় কী থাকে বাকী!
ভাবনায় ছাঁকাছাঁকি।


পিতা মাতা ভাই বোন
একসাথে থাকা ক্ষণ
তা হবে না আমরণ
ভাবনাই শুধু ধন।


চাইলে আসুক পাশে
হয় হেঁটে নয় ছুটে
তাতে কী বা আসে যায়!
আসলে থাকুক জুটে।