//ফুটপাত//


ফুটপাত ঘুরে ঘুরে
দরাদরি করে করে
কিনছি কখনো কিছু
খুশী খুশী মন ভরে।


ফুটপাতে কেনাকাটি
সোনার পাথর বাটি
খুঁজে খুঁজে কম দাম
কিনছি নকল খাঁটি।


সাজানো দ্রব্যগুলো
দৃষ্টিতে ঝলোমলো
এটা দেখি ওটা দেখি
ভেবে ফেলি সব ভালো।


সব ভালো ভাবনায়
তাই কেনাকাটি হবে
ভীড় খুব ফুটপাতে
এই কী বাজার নয়!


ফুটপাত কেন গড়া!
হাঁটার জন্য করা
বেচাকেনা তাও হয়
কলরবে মাতোয়ারা।


ফুটপাত দুই পথ
মাঝখানে বড় পথ
সেই পথে চলে গাড়ী
ফুটপাতে দুই পদ।


ফুটপাত গরীবের
কখনো বা আমীরের
আর ফেরীওয়ালাদের
ফুটপাত সকলের।


সুবীর সেনগুপ্ত