//ঘটে গেছে, মানা হোক//


জ্বলে গেলে পুড়ে যাবে
ছাই হলে উড়ে যাবে
কেন লিখে যাই এই কথা কবিতায়...
বারণ কোথায় আছে!
কবিতা যে চায় কাছে
লিখে কি করেছি আমি কোনো অন্যায়!


জ্বলে গেলে পুড়বেই
কিছুই করার নেই
প্রয়াস তো হওয়া চাই, যাতে না জ্বলে...
আগুন জ্বালাতে হবে
রান্না করতে হবে
তা বলে কি পুড়ে যাবে সকালে বিকেলে!


ভেঙে যাবে তাও জানি
ভেঙে গেলে দুখ, মানি
তাই বলে কেন হব বিকারগ্রস্ত...
সামগ্রী ব্যবহারে
দুর্ঘটনার ঘরে
ভাঙলেই কেন হওয়া পর্যুদস্ত!


আকস্মিক বিপত্তি
এ ভীষণ সত্যি
এই যে সত্যি, তাতে ভুগতে হবেই...
হলেও সতর্ক
হারবেও তর্ক
ঘটে গেলে মেনে নিলে, হবে সুবিধাই।


সুবীর সেনগুপ্ত