//ঘটনা জীবন, জীবন ঘটনা//


যা হয়ে যাচ্ছে পাশের গলিতে
তা তো ফুটছে না ফুলের কলিতে
কী করে জানব সেই সব কথা, বলো!
পাশের গলিতে যা হচ্ছে হোক
ফুলের কলিতে ফুলই ফুটুক
আমার ভাবনা আমার মনেই ভালো।


যেখানে যা হয়, যা যা সাধারণ
সে খবর আর রাখে কতজন!
না রাখাই আমি মনে করি স্বাভাবিক
যে ঘটনা নিয়ে দেশ প্রভাবিত
কাগজে টিভিতে তাই প্রকাশিত
জানুক জনতা সেই খবর ঠিক ঠিক।


যা ঘটে যাচ্ছে মহাকাশ বাগে
দেখছে কী কেউ! কুতুহল জাগে
কৌতূহল তো জাগতেই পারে, নয় কি!
মহাকাশ বাগ মানেই অজানা
যার সন্ধান করা নেই মানা
জানছিও তার কিছু কিছু বৈকি।


চোখের সামনে ঘটছে ঘটনা
এ কী ব্যতিক্রম, কক্ষণও না
সবার সামনে ঘটছে, ঘটে চলেছে
ঘটনা ঘটানো থামানো যাবে না
তার কিছু মনে জাগাবে ভাবনা
দুই চার দিনে ভাবনা হারিয়ে যাবে।


আজীবন সাথে ঘটনার রেশ
তাতেই তো এই জীবন বিশেষ
এর বাইরে কী খেয়াল হয় অনন্য!
ঘটনা জীবন, জীবন ঘটনা
ভুল নাকি এইরকম ধারণা!
ভুল হলে, হতে পারি কী কখনো বন্য!


সুবীর সেনগুপ্ত