//ঘটনার উদ্ভবে সংবাদ//

যদি বহু দূরে চলে যায় রাত
সেটা হয়ে যাবে বড় সংবাদ|

সত্যিই যদি সংবাদ দূরে
জীবন থামবে কোনো অবসরে|

সংবাদ কেন দূরে চলে যাবে!
যাচ্ছে তো দেখি সরবে নীরবে|

সংবাদ জীবনের উপাদান
সেটাই জানায় সমাজের তান|

জীবন চলতে লাগে সংবাদ
সংবাদ নেই, অচেতন স্বাদ|

তুমি সংবাদ আমি সংবাদ
প্রকৃতির প্রতিক্ষণ সংবাদ|

এত এত সংবাদ গড়ে গড়ে
প্রগতি ছুটছে মেদিনীর পরে|

কৌতূহল তো থাকে মন জুড়ে
সংবাদ থাকে কোন ভাণ্ডারে!

কোনো সংবাদ হারিয়ে যায় না
আড়ালে যাওয়ার নেই কোনো মানা|

সূত্রপাতের সেই দিন থেকে
সংবাদে এই ধরা গেছে ঢেকে|

ঘটনার উদ্ভবে সংবাদ
দেওয়া যাবে নাকি ঘটনাকে বাদ!

সুবীর সেনগুপ্ত