ধীরে ধীরে বেড়ে ওঠা শরীরের অঙ্গ
ধীরে ধীরে জেগে ওঠা চিন্তার ধারা
এ কেমন শৃঙ্খলা, যার নেই কামনা!
সংকল্পিত, কামনা দেয় না সাড়া|


চাওয়া আর পাওয়া, মেলেনাও সহজে
কিন্তু ভাবনা, সে তো আমি চেয়ে পাইনি
ভাবনা এসেছে, অজানা বিধান ধরে
মেনেছে কি কোনো শৃঙ্খলা! জানা যায়নি|


জন্মের পরে চাই বলবার ক্ষমতা
চাই, শিশু যেন নিনাদে দিচ্ছে সাড়া
এটাও তো চাই, দৃর্ষ্টিতে বিচলন
না চেয়েও পাই, ভাবনার এক ধারা|


ভাসা ভাসা ভাবে, ওলোট পালট ধারণা
প্রহেলিকা হয়ে, থেকে যেত মননে
কৈশোর মন, একলাই ভেবে যেত
নর ও নারীর, প্রভেদের কারণে|


ভাবনা এসেছে, অনবরতই থেকেছে
বদলেও গেছে, কি ভাবে কেউ কি জানে!
নর ও নারীর, প্রভেদও হলো উলঙ্গ
কুয়াশাকে ভেদ করে, মন এলো গানে|


যুবক হলাম, গেলাম এগিয়ে আরও
একদা যা ছিল প্রহেলিকা, হলো জ্ঞান
পৌঁছেও দিলো, সময় মধ্য বয়সে
গোপন বোধের, হয়ে গেছে অবসান|