//গোপন ব্যথার গোপন ঠিকানা//


গোপন ব্যথার ঠিকানা কোথায়!
ঠিকানা আমার মনের গভীরে
এই যে ঠিকানা, বদলে যাবে না
যে ব্যথা গোপন, তা বদলে যায়।


গোপন ব্যথায় সবাই জড়িয়ে
কী এই গোপন ব্যথার স্বরূপ!
এমন প্রশ্ন করেছে কী কেউ!
এই ব্যাথা নিজ মনেরই রূপ।


শরীরে আঘাত কে না পায়, বলো!
সব আঘাতের ঠিকানা শরীরে
আঘাতের কথা হয় জানাজানি
আড়ালে যায় না, যাবেই কী করে!


খেলার আসরে হাতে পায়ে চোট
চোট থেকে ব্যথা খুব স্বাভাবিক
কত ব্যথা! তা তো হবেই ভিন্ন
গোপন রাখার চেষ্টা বেঠিক।


ব্যথা পেয়ে গেলে, সইতেই হবে
কখনো চিকিৎসাতে যেতে হবে
লুকিয়ে রাখার কী কারণ থাকে!
ব্যথার প্রকাশ কী ক্ষতি করবে!


গোপন ব্যথার বিশেষ ধরণ
বিশেষ বলেই নয় উম্মোচন
সে তো জানবেই, যাঁর এই ব্যথা
সেই রেখে দেয় ঠিকানা গোপন।


মৃত ভালবাসা গোপন ব্যথায়
প্রেমিক প্রেমিকা ব্যথায় জড়ায়
সকলে কী যায় এই দলে ভিড়ে!
যায় কী যায় না, এ তো ধারণায়।


গোপন বেদনা অসচরাচর
বেদনা, তবুও পায় তো আদর
এই বেদনায় মিশে আছে মন
আর সেই মন নিশ্চিত পর।


মন চারিদিকে, বলো কে আপন!
সকলেই পর, জ্ঞান সাধারণ
প্রয়াস থাকেই করতে আপন
কম বেশী সফলতা হয় ধন।


আপন হলেই খুশী ঝরে পড়ে
খুশী উবে যায়, পর হলে পরে
তখন যে ব্যথা, তাই তো গোপন
ব্যথার ঠিকানা মনেরই গভীরে।


গোপন ব্যথা কী মানুষ চাইবে!
না চেয়েও পেলে, আশা কী হারাবে!
গোপন ব্যথার অনুভবে যে মেজাজ
গোপন ব্যাথাই জানাতে পারবে।


সুবীর সেনগুপ্ত