//গোপন করে কী রাখা যায় কথা!//


গোপন কথার একটাই স্থান
তা নয় প্রাসাদ কিংবা বাগান
গোপন কথাকে রাখতে গোপন
হতে তো হবেই খুব সাধারণ।


গোপন কথাটা রাখব কোথায়!
রাখতেই হবে নিজের বাসায়
বাসার মধ্যে কোন জায়গায়!
খুঁজতে খুঁজতে ভাবনা হারায়।


গোপন কথাটা যেই-না গড়ল
কথা যে গোপন, কে ঠিক করল
যে ঠিক করল, তারই দ্বায়িত্ব
শেষ পর্যন্ত তারই থেকে গেল।


প্রতিটি মানুষ গড়ে তোলে কথা
একা বসে বসে, কথা গড়ি নাকি!
হতে তো পারেই, তবে আবৃত্তি
গোপন করার উপায় থাকে কী!


অনেক গোপন কথাই গড়েছে
আজও গড়ছে, আগেও গড়বে
কার কার কাছে গোপন থাকবে!
বিরাট প্রশ্ন এখানে উঠবে।


গোপন কথা কী থাকেই গোপন!
কেন সংশয় জুড়ে থাকে মন!
এর কারণ কী মন অজানায়!
কে কখন ফাঁস করে যে গোপন!


গোপন কথা কী গড়তেই হবে!
কী নিয়মে এই গড়া ঠিক হবে!
নিয়ম যা আছে সব স্বপনেই
মিথ্যে কথাই গোপনে গড়বে।


কথা যদি হয় অমোঘ সত্য
সেই কথা নয় কখনো ব্রাত্য
গোপন করলে, থাকেনা গোপন
করাই উচিৎ সে কথা আপন।


গোপন হলেই, কথা যায় মনে
আর কোনো স্থান নয় উপযুক্ত
মন এত তরল ভাবাই যায় না
নিশ্চিত খোলে গোপন তথ্য।


অবৈধ আর নিষিদ্ধ কাজ
এসবের কথা গোপনই হয়
না করে থাকলে এই সব কাজ
গোপন কথার গড়ে না আলয়।


কেন বলবই কানে কানে কথা!
এখানে গোপন দুজনের মাঝে
অনেকেও জানে, কিন্তু গোপন
গোপন কথা কী লাগে কোনো কাজে!


সুবীর সেনগুপ্ত