গতি হ্রাস হয়ে যাবে ক্রমশই
একদিন হবে শূন্য
গতি নিয়ে এত বড়াই কেন যে
গতি থামবার জন্য।


পুরাকালে ছিল, এখনো তো আছে
সমাজ হবে না গতিহীন
গতির ছোঁয়ায় থাকতে চাইছি
আজ কাল প্রতিদিন।


কাজে গতি হোক, এটাই কামনা
কথাতেও গতি চাইছি
সব কিছুতেই গতি যেন থাকে
তাও ভাবনায় আনছি।


গতি থেকে ক্ষতি, তাও হতে পারে
যদি গতি হয় চঞ্চল
গতিকে থামাতে জানতেই হবে
নইলে বিপদ পল পল।


বিশ্বের দরবারে ধূমকেতু
গ্রহ উপগ্রহ উল্কা
যে যার মতন গতি নিয়ে ঘোরে
হোক না ভারী বা হালকা।


পৃথিবী গতিতে, পৃষ্ঠে আমরা
আমরাও তার গতিতে
যদি ভাবি থেমে আছি, সেটা ভুল
থামা অনুভূতি মনেতে।


গতির জেনেছি আদিম কালেই
তারপর থেমে থাকিনি
গতি বাড়িয়েছি বুদ্ধির জোরে
আজও তৃপ্তি পাইনি।


গতির সীমানা বাঁধতে পারিনি
গতি চলেছেই এগিয়ে
মাপতে শিখেছি গতি সংখ্যায়
তাতেই পড়েছি জড়িয়ে।


গতিতে জড়ানো জীবন ধরবে
জড়িয়ে মৃত্যু একদিন
সংখ্যার মাপে গতি পৌঁছবে
শূন্যের ঘরে সেইদিন।