//জ্ঞান বৃদ্ধিতে বাক স্বাধীনতা!//


জ্ঞান খুব কম তো কী হয়েছে!
অল্প কথায় কেনই থাকব!
যখন ইচ্ছা যেমন ইচ্ছা
দু-চার কথা বলেই ফেলব।


বললেই কথা, শুনি বারণ
বারণ, জানি আছেও কারণ
কারণ ঢোকে মাথায় যখন
বুঝতে পারি ভুলটা তখন।


ভুল বুঝলেই মুখে কুলুপ
দুই চার ক্ষণ থাকিও চুপ
তারপরে সব আগের মতন
কথাই খোলে আমার স্বরূপ।


পরিবর্তন আনতে চাই না
জ্ঞানের ক্ষুধা মন জাগায় না
ভুলের থেকে শিখতে চাই না
অনেক বারণ মন ভাবায় না।


বারংবার এই পরিস্থিতি
আমার কথায় হারায় প্রীতি
মানতে চাই না একটাও রীতি
আমার ভাবনা ভুল এর কীর্তি।


এত বকা খাই, বলবার নয়
হজম করতে সময় না যায়
নিজেকে পাল্টে নেবার যে দায়
সেই দ্বায়িত্ব নেই কামনায়।


কম কম জ্ঞান, কম কম কথা
এ তো স্বীকার্য, ভাবনায় মাথা
জ্ঞান বৃদ্ধিতে বেড়ে গেলে কথা
তবেই কী পাবো বাক স্বাধীনতা!


সুবীর সেনগুপ্ত