হাঁটাহাঁটি করে পথ ঘাটাঘাটি
মজার এ খেলা সবটাই খাঁটি
সবাই খেলতে চায় না যে খেলা
এ খেলা খেলতে দিতে হয় ঠেলা।


অনেকেই শুরু করে এই খেলা
একটু খেলেই থেমে যায় ভেলা
থামার কারণ, সে তো অগুণিত
বলতেও পারো বাহানা জড়িত।


এ খেলা এমন, এক খেলা যায়
ভুগতে হয় না খরচের দায়
আকাশের নীচে যে খেলার স্থান
পথ, ঘাট মাঠ, কিংবা বাগান।


অনেক মজাই আছে যে খেলায়
যার ভালো লাগে, সেই নিয়ে নেয়
মজা নিয়ে নিয়ে জেগে ওঠে নেশা
খেলা মেতে ওঠে, অবসরে পেশা।


লাভ, শুধু লাভ এ খেলার মাঝে
শরীর ও মন সমতালে নাচে
নতুন সাথীর হয় আগমন
জন্মেও ওঠে নতুন জীবন।


আর কতদিন এমন চলবে
মনের ভিতর দ্বিধাও আসবে
কিন্তু এ খেলা অতি দরকারি
হাঁটাহাঁটি খেলা দুই পায়ের গাড়ী।


বয়স বাড়লে, সময়ও তো বেশী
শরীর জানায়, সে তো নয় খুশী
ডাক্তার বলে, হাঁটো প্রতিদিন
নইলে শরীর হয়ে যাবে ক্ষীণ।


বৃদ্ধ হলেই হাঁটাহাঁটি খেলা
সকাল বিকেল এ-বেলা ও-বেলা
ক্লান্তিও এসে বলে একদিন
বিদায়ের ক্ষণ বাজায় যে বিণ।