আমি হাসতে পারি যখন তখন
কেন যে পারিনা কাঁদতে!
কান্নার তরে কেন প্রয়োজন
হয় অনুভব বাঁধতে!


যে আনন্দ চলে গেছে দূরে
সে যখন আসে স্মৃতিতে
বসে বসে আমি একলাই হাসি
হয় না তো হাসি খুঁজতে|


সময়ের স্রোতে ভেসে যাওয়া ক্লেশ
মনেতে কখনো আসে
কাটে না তো দাগ তেমন গভীর
আবছায়া হয়ে ভাসে|


কাঁদলেই, তবে বিগলিত হয়
জমে থাকা সব বিদ্বেষ
হালকা হৃদয়ে  উপভোগ করি
চোখে অশ্রুর সমাবেশ|


সঞ্চয় করে রেখেছি কান্না
কাঁদতে হাসির অন্তে
নিভে গেলে দীপ, হাসব না আর
কাঁদব শুধু দিনান্তে|


হাসি-কান্নার তুলনা