//হাসতে হাসতে সবাই বলুক//


চোখ রাঙিয়ে কথা বলুক
চাই না আমি এমন চলুক
হাসতে হাসতে সবাই বলুক
বলায় সামঞ্জস্য থাকুক।


ইচ্ছা মতন সবাই বলুক
এই অধিকার সবার থাকুক
আর না থাকুক বিষণ্ন মুখ
বলার থেকেই আসুক-না সুখ।


বলার আগে একটু ভাবুক
ভদ্র কথাই উঠে আসুক
বলার পরে সবাই শুনুক
শোনার পরে হৃদয় নাচুক।


তপন দেখুক শশী দেখুক
দেখুক আলো কালো দেখুক
সাথে বাতাস সাক্ষী থাকুক
কথা বলায় মানুষ মাতুক


বলা কওয়া ভাষণ না হোক
সরল কথায় থাকুক-না ঝোঁক
নীরবতার না হোক সুযোগ
নাচের তালে ভ্যুলোক দ্যুলোক।


বলার কদর সবাই বুঝুক
যে বলবে তার আদর করুক
কথা সবাই ভালবাসুক
বলা দিয়েই মানুষ জুড়ুক।


সুবীর সেনগুপ্ত