//হেঁয়ালিতে হাসি খর্ব//


তোমার হাসিতে, কি লুকিয়েছিল
বুঝতে প্রয়াস করেছি
সে হাসির মানে, কি যে হতে পারে
ভাবনাতে তাই রেখেছি।


তোমার যে হাসি, তুমিই হেসেছ
মানেটাও তুমি জানো
আমি তো কেবল, বুঝতে চেয়েছি
ভুল হয়ে গেছে, মানো।


কিছু ভেবেই তো, তুমি হেসেছিলে
সেটা রয়ে গেলো সুপ্ত
আমি ভেবে যাই, অকুল পাথারি
মনে মনে বিক্ষুব্ধ।


কারো হাসি দেখে, সকলেই ভাবি
কি অর্থ সেই হাসিতে!
হাসির প্রতীতি ভুল হয়ে গেলে
যায় না তো কেউ ফাঁসিতে।


কারণ রহিত, ভাবে নাকি কেউ
কোন হাসির কোন অর্থ!
আমিও তো সেই দলেরই অংশ
যদিও হয়েছি ব্যর্থ।


ব্যর্থতা থেকে শিখেও নিয়েছি
চাইব না হাসি বুঝতে
এক হাসির মানে, হয় যে অনেক
কত মানে যাব খুঁজতে!


তোমার হাসির, আসল মানে কি
জানালেই, তবে জানব
তুমি জানাবে না, তাও তো বুঝেছি
হেঁয়ালিতে হাসি খর্ব।


বিদ্রুপ হলে, তবে তাই হোক
হোকনা মধুর সন্দেশ
হাসি থেকে যাক কুয়াশার মাঝে
যা ভাবব তাই হবে বেশ।


সুবীর সেনগুপ্ত