// 'হ্যাঁ' ও 'না' এর বিবৃতি নিজ অধিকার//


শব্দটি 'না', বললাম আমি তিনবার
তৎসত্বেও থামল না অবিচার।


বলতাম নাকি, করে যাও অবিচার!
বললেই হতো সমর্পণের দরবার।


আমি যা চাই না, বলতেই হবে 'না'
সোজাসুজি চাওয়া 'হ্যাঁ' হয়ে যাবে জানা।


কথা না বলে কি কিছুই জানানো যায় না!
লিখে জানাবার প্রথা কি শুধুই বাহানা!


সায় দিতে হবে, জানাতেও হবে সময়ে
সায় না দিলেও, আলোচনা বিনিময়ে।


'হ্যাঁ' এবং 'না' এক অক্ষরে শব্দ
এক অক্ষর হলেও পায় গুরুত্ব।


কখনো হ্যাঁ আর কখনো না এর ঘরে
বেশী থাকা কোন ঘরে, জানা যায় পরে।


'না' বলে লাভ, হ্যাঁ বলেও তো লাভ
নির্ভর করে কোন যুক্তিতে আছে ভাব।


'হ্যাঁ' শুনে যেমন মুখে ফুটে ওঠে হাসি
যে হাসি ফোটায় 'না', তাও নয় বাসি।


হ্যাঁ আর না এর দ্বন্দ কিংবদন্তী
যত বিতর্কে যাওয়া, ততই অশান্তি।


'হ্যাঁ' ও 'না' এর বিবৃতি নিজ অধিকার
তাতে ন্যায় আর বৈধতা খুব দরকার।


শুনতে চাইছি 'হ্যাঁ', শুনলাম 'না'
পণ করলাম আর আমি শুনব না।


এক অক্ষর বেশ এনে ফেলে ঝামেলা
যেটা শুনি, তার দলে ঢুকে খেলি খেলা।


সুবীর সেনগুপ্ত