//হওয়া বা না হওয়া অজ্ঞাত খেলা//


যা হওয়ার হবে, তাই হয়ে যাবে
কার কী সাধ্য ঠেকিয়ে রাখবে!
ঠেকিয়ে রাখলে আমি তো মানব
সেটাই হওয়ার ছিল এই ভবে।


যা হওয়ার নয়, তাও হয়ে যায়
এই কথা ঘোরে আশা নিরাশায়
ব্যাখ্যতে গেলে গড়বে রচনা
এই রচনাতে কার আছে দায়!


হওয়াতে চেয়েই বহু কিছু হয়
হয়ে যায় তবু পছন্দ নয়
হয়ত হয়েছে গুঁতোগুঁতি করে
অপছন্দতে মন চলে যায়।


যা হবার হোক, কিছু করব না
ক্ষতি হলে হোক, লাভ খুঁজব না
এভাবে জীবনে আসবে না খুশী
নিজের প্রয়াসে বাধা টানব না।


চেষ্টাতে ত্রুটি না রেখেই চলা
ফল নিয়ে কথা তারপরে বলা
যে ফল পেলাম, মানতে হবেই
শুধু শুধু আমি হবনা উতলা।


জানতে পারিনা কি হওয়ার ছিল
যা হওয়ার ছিল, তাই হয়ে গেল
হয়ে গেল নাকি এমনি এমনি!
ঠিক তা যে নয়, এও জানা গেল।


এমনি এমনি কিছু কি হয় না!
মনে হতে পারে, তবে তা হয়না
কারণ থাকেই এক বা অনেক
প্রমাণ করার বুদ্ধি পাই না


এটা তো হবেই, কিন্তু হলো না
ভাবনা বাড়ল, মন আনমনা
সময় গড়াতে ভাবনা কমলো
যা হয়নি তাও মনে থাকল না।


হওয়া বা না হওয়া অজ্ঞাত খেলা
ভবে খেলা চলে এবেলা ওবেলা
খেলা সকলের, তাই তো ধারণা
হয়ে গেলে ভালো, নইলে ঝামেলা।


মনে পড়ে সেই বিখ্যাত বাণী
ভগবত গীতা থেকে তুলে আনি
কর্মই হলো প্রকৃত ধর্ম
ফল নয় এ তো সকলেই জানি।


ফল আসবে না, ভাবনাই ভুল
হয় অনুকূল নয় প্রতিকূল
যেমন কর্ম তেমনই ফল
ফল ভেবে আর ছিঁড়ব না চুল।


সুবীর সেনগুপ্ত