//হতে তো হবেই সভ্য এবং নম্র//


অগুণিত ভাগে ভাগ হয়ে হয়ে
বিনম্রতা পড়েছে ছড়িয়ে
সংগ্রহ করা শুধু তুলে নিয়ে
ভরলেই হলো নিজ নিজ চেতনাতে...
কিছুই লাগে না সরল কাজটি করতে।


আদর্শবাদ যার অভিলাষ
বাস্তবে নাচে তার উচ্ছ্বাস
দৃঢ় হয়ে যায় এই বিশ্বাস।
তার বেঁচে থাকা সমাজে উন্মুক্ত চিত্তে...
কতটা সফল হয় সে জানিনা বিত্তে।


সমবেদনার কেন খোঁজাখুঁজি
প্রয়োজন নিজ মন বোঝাবুঝি
চলার লক্ষ্য হলে সোজাসুজি
যে কোনো বেদনা নাড়া দেবে অনুভবে...
জট না পাকিয়ে ঈপ্সিত কাজ হবে।


দেখা দরকার প্রাসঙ্গিকতা
আর সাথে সাথে সরাসরি কথা
ঠিক ঠিক সরবতা নীরবতা
কে পারে চলতে প্রাসঙ্গিকতা ধরে!
যে পারে সেই কি নম্রতার ঘরে!


একতার বশে বশীভূত হয়ে
চোখে চোখ রেখে চললে এগিয়ে
সমতার আলো আসবেও ধেয়ে
ভাবনা হবেই সমানের সাথে যুক্ত...
মন খুলে গিয়ে হবে পুরোপুরি মুক্ত।


একাকীত্বের কবলে না পড়ে
অন্তত প্রিয় কাজ ধরে ধরে
এই ক্ষণ থেকে প্রস্থান করে
সুযোগ এলেই আলিঙ্গনকে দিয়ে সাথ...
সভ্যতা আর নম্রতা হবে দুধ ভাত।


সুবীর সেনগুপ্ত