পিতা মাতা কই! সন্ধান নেই
কাকা কাকী মামা মামীও কোথায়!
কে যে বলে দেবে কে আছে আমার!
এর উত্তর আছে অধিকার|


ভীষণ ঠুনকো এই অধিকার
এই অধিকারে শুধুই আঁধার
হৃদয়ে প্রশ্ন, আমি কি অনাথ!
জেনেই কি লাভ, এই তো বরাত|


আমি যে মানুষ, এটা তো সত্য
প্রমান করতে লাগেনা তথ্য
জন্ম হয়েছে এ তো স্বীকার্য
কোথাও কখনো তা অনিবার্য|


ভাবছি ও তার উৎস খুঁজছি
কত যে বয়স, তাও তো ভাবছি
বয়স জানিনা, তবুও তো বুঝি
অনেক বছর হয়নি তো পুঁজি|


ঘুম ভাঙে, ভাঙে স্বপ্নের ঘোর
এভাবেই শুরু হয় প্রতি-ভোর
ক্ষুধা টানে, খুঁজি খাদ্য কোথায়!
ফাই-ফরমাশ কেটে দিন যায়|


মনে তো হয়না জীবন বেদনা
বাঁচার ইচ্ছা জাগায় প্রেরণা
এই প্রেরণাই করেছে স্বাধীন
জীবন আমার আজকের দিন|


কেউ তো দিয়েছে জন্ম আমায়
পিতা মাতা খুঁজি নয় অন্যায়
তারা কি আমার সন্ধান করে!
উচিত ভাবনা আছে প্রাণ ভরে|


কারো দয়া ছিল তাই বেঁচে আছি
তার সামনেও প্রশ্ন রেখেছি
কখনো বলেনি, 'কিছুই জানিনা'
কিছুই বলেনি, দিয়েছে বাহানা|


সেও চলে গেছে কিছু না বলেই
আমি পড়ে আছি তার কুটিরেই
ছোট্ট কুটির আমার দখলে
লোক ভাবে আমি মালিকের দলে|


বেশ বুঝে গেছি জীবনের দায়
কাজ করলেই বেঁচে থাকা যায়
ক্ষিধের তাড়না সেটাও কারণ
নত শিরে কাজ করি আনমন|


জীবন চলছে হেলছে দুলছে
চলতেই হবে, তাই তো চলছে
অভিলাষ নিয়ে মাথাব্যথা নেই
অভিপ্রায় শুধু আছে একটাই|


করেই চলেছি জননীর খোঁজ
এটাই বাঁচার এক আকর্ষণ
জীবন থামবে, সেটাও জেনেছি
জননীর ছোঁয়া চাইছে এ মন|


হৃদয়ে প্রশ্ন আমি কি অনাথ