//ইচ্ছা পূরণ হয় না//


যেতে পারি আমি, যেখানে সেখানে
পথ ঘাট উদ্যানে
যাওয়ার ইচ্ছা, কেন যে হয় না
সে কি শুধু অকারণে!


কিনে খেতে পারি, প্রায় সব কিছু
কেন না কিনছি, খাচ্ছি!
সব কিছু কিনে খাওয়ার বাসনা
আমি যে হারিয়ে ফেলেছি।


বলতে পারি না, সব কিছু আমি
বলায় যে আছে সীমানা
লেখাতেও তাই, অশোভন নয়
অশোভন! সে কী ছলনা!


নিতে পারি নাকি, আমি সব কিছু!
কিছুতেই সেটা হয় না
সন্তোষ পেতে হয় অল্পেই
স্বীকার করতে ছাড়ি না।


দিতে আমি চাই, শুরু থেকে শেষ
যা কিছু আমার কবলে
তাও তো পারি না, বহু কারণেই
ইচ্ছাও জ্বলে অনলে।


সরে যেতে পারি, মন চাইলেই
স্বার্থক আমি এ কাজে
যখন তখন, মরতে পারি না
অন্যায় এতে বিরাজে।


পড়তেও পারি, যা পাই নাগালে
বাধার প্রশ্ন আসে না
ধরতে পারি না, যা ধরতে চাই
নিষেধের মাঝে ভাবনা।


সাহায্যে হাত, বাড়াতেই চাই
সর্বদা সেটা হয় না
নগণ্য এই, জীবনের মাঝে
ইচ্ছা পূরণ হয় না।


সুবীর সেনগুপ্ত