//ইচ্ছার মানে থাকতেই হবে//


দেখতে চাইনি
তাই তো দেখতে পারিনি
না করার সেই একই কারণ
করার পণ যে করিনি|


দেখতে চাওয়ার প্রশ্ন যখন
নয় সাধারণ দেখা
বিশেষ দেখার ইচ্ছে থাকলে
চোখে হয়ে যাবে আঁকা|


ঠিক তো করেছি
এই কাজ আমি করবই
দৃঢ় ইচ্ছাকে মম সাথী করে
কাজ শেষ করে ফেলবই|


পরিকল্পনা দীর্ঘ করলে
ইচ্ছা হারাবে দীপ্তি
আঁধারের মাঝে ইচ্ছা মরবে
কাজ করে নেই তৃপ্তি|


শুধু অভিলাষ থাকলে হয় না
গভীর ইচ্ছা চাই
ইচ্ছাই হবে পথপ্রদর্শক
কাজ তো হয়ে যাবেই|


কাজ এর প্রকারভেদ বানিয়েছি
ছোট বড় বলে থাকি  
ছোট আর বড় হতেই তো পারে
সময় হিসেবে রাখি|


আসলে বিশ্লেষণে যা দেখব
দেখব কাজ কি জটিল!
সহজ সরল প্রতিদিন কাজ
করলেই খোলে খিল|


দেখার ইচ্ছা চন্দ্রগ্রহণ
যেতে হবে সেই স্থানে
তা না হলে হবে ইচ্ছাই মৃত
ইচ্ছার নেই মানে|


যে কোনো ইচ্ছা যখন তখন
এ কী মামাবাড়ী নাকি!
বুঝে শুনে করে ফেললে ইচ্ছা
ইচ্ছা পড়াবে রাখি|


সুবীর সেনগুপ্ত