//ইচ্ছার সাথে আপোষ, পরে আপসোস//


করতে হবেই, তাই করলাম
কারো মনে এলো খুশী
কি যে করলাম, প্রশ্ন উঠলে
মারবই নাকি ঘুঁষি!


বলতে বলল, তাই তো বলেছি
বললাম নাকি ভুল!
ভুল বললেও, মানব না আমি
যা বলেছি তা ঝুল।


সবার অনেক কিছুই করার
অনেক কিছু বলার
কোথায় কখন, করবে বলবে
নিজ ইচ্ছায় হবার।


আমার সমাজ, তোমার সমাজ
সমাজ কি হয় ভিন্ন!
আমার ইচ্ছা, তোমার ইচ্ছা
ভিন্ন, তাই অনন্য।


করতে বললে, কেন করব না!
সময় ও জ্ঞান থাকলে
করবার পরে, অপযশ কেন!
দাওনা বাহবা, পারলে!


আগ বাড়িয়ে কি বলতে গিয়েছি!
তুমি ডেকেছিলে বলতে
যেমন বলব, সেটা মানবার
ইচ্ছা হবেই রাখতে।


কে কার বন্ধু, কে কার আপন
কেন যে হিসেব করব!
যে বুঝে গিয়েছে, আমার মনন
তাঁকেই করতে বলব।


যা কিছু পাচ্ছি, হাতটা পেতেই
মেনেছি মূল্যাতীত
তাতে যে হয় না, টিকা-টিপ্পনী
এ তো হবে অবিহিত।


ইচ্ছার সাথে, করলে আপোষ
পরে হবে আপসোস
কার অপরাধে, এই পরিস্থিতি!
মানো, এ তোমার দোষ।


সুবীর সেনগুপ্ত