ইচ্ছে মতন, গড়তেই পারি ছন্দ
ইচ্ছে মতন, কোথায় লিখি নিবন্ধ!
ইচ্ছে মতন, ছন্দেই গড়ি কবিতা
আমার কবিতা আমাকে দেয় না ব্যাথা|


ইচ্ছে মতন, গুণগুণ করে গাই
ইচ্ছে মতন, শান্তি কোথায় পাই!
ইচ্ছে মতন, ধরে ফেলি এক শব্দ
শব্দের পরিভাষা খুঁজে করি জব্দ|


ইচ্ছে মতন, গড়ি আহার সময়
ইচ্ছে মতন, ঘুম আর কোথায় হয়!
ইচ্ছে মতন, বানিয়েও ফেলি খাদ্য
নিজের বানানো খাদ্যই অনবদ্য|


ইচ্ছে মতন, করতেই পারি হাহুতাশ
ইচ্ছে মতন, কোথায় দিই স্বান্তনা!
ইচ্ছে মতন, নিজেকেই রাখি ব্যস্ত
অকাজ হলেও হয়ে যাই মোহগ্রস্ত|


ইচ্ছে মতনই, আমার জীবন যাপন
ইচ্ছে মতন, কোথায় ভাঙি নিয়ম!
ইচ্ছে মতন, স্বাধীনতা দেয় সুখ
এ সুখ এমন, ভুলে যাই সব দুখ|


ইচ্ছে মতন, ইচ্ছেগুলোকে ভাঙ্গি
ইচ্ছে মতন, গড়ি ইচ্ছার ধারা
ইচ্ছে মতন, কম করে দিয়ে চাহিদা
গড়েছি আমার মনোরম এক বসুধা|


ইচ্ছে মতন, ভাবনার স্তরে বিচরণ
ইচ্ছে মতন, খুন করে ফেলি সংশয়
ইচ্ছে মতন, অপচয় কম করি
হরি পেয়ে যাই অল্পতে যা সঞ্চয়|


ইচ্ছে মতন, ভালবাসা দিতে পারি
ইচ্ছে মতন, কোথায় গ্রহীতা পাই!
ইচ্ছে মতন, বেঁধেই রেখেছি মন
পেলেই গ্রহীতা দেব ভালবাসা অনুক্ষণ|


ইচ্ছে মতন, গড়তেই পারি সাথী
ইচ্ছে মতন, কোথায় গড়ছি তাই!
ইচ্ছে মতন, দুটো কথা যদি নাও হয়
নির্জনতাও উপভোগ করি সহজেই|


ইচ্ছে মতন, হবে না আমার আয়ু
ইচ্ছে মতন, থাকবে না এই শরীর
ইচ্ছে মতন, মনটাকে রেখে আনন্দে
যাওয়ার সময় রাখব ইচ্ছা ধীর|


ইচ্ছে মতন