কার কত অবদান
করতে হয় প্রমান
ইতিহাসে কার নাম লেখা হবে!
যার নাম, সে তো নেই
যে লিখেছে, সেও নেই
পরে যে জন্ম নেবে, সেই জানবে|


নতুন মানুষ এলো
ইতিহাসে চোখ গেল
জেনে গেল ইতিহাসে লেখা নাম
জানল না কে লিখেছে
তার নাম হারিয়েছে
তার অবদানে নেই কোনো দাম|


প্রজন্ম এক নয়
এক আসে, এক যায়
ইতিহাসে লেখা নাম পড়ে চাপা
যার যা ভাবনা, তাতে
অবদান আসে উঠে
আবার নতুন করে হয় ছাপা|


সকলের অবদান
এ তো নয় অনুমান
সবাই কিছু না কিছু করছে
সকলের অবদান
নিয়েই ভরা বাগান
ইতিহাস এ কথা কি মানছে!


ছোট বড় অবদান
বড়তেই বেশী মান
এই প্রথা কেন মেনে চলব!
যদি বল 'অবদান'
সে তো শুধু অবদান
সকলের অবদানই ধরব|